ভোরের আগুনেই কৃষক পরিবারের জীবনে নেমে এল অমাবস্যার নিকষ আঁধার।

0
326

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-ভোরের আগুনেই কৃষক পরিবারের জীবনে নেমে এল অমাবস্যার নিকষ আঁধার। কৃষি ঋণ পরিশোধের জন্য তিল তিল করে জমানো অর্থ নিমেষে ছাই। ভোর রাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব খুইয়ে দিশেহারা কৃষক পরিবার।শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামের বাসিন্দা জুবেদ আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শনিবার ভোররাতে জুবেদ আলী সহ পরিবারের সদস্যরা ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঠিক সে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বাড়ির মালিক জুবেদ আলী আগুনের টের পেতেই চিৎকার শুরু করেন।তার চিৎকারে বেরিয়ে আসেন পরিবারের বাকি সদস্য থেকে শুরু করে আশেপাশের প্রতিবেশীরা। প্রতিবেশীরা সাব মার্সালের জল দিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।শেষমেষ ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন নিয়ন্ত্রণে আসার দমকলে আর কেউ যোগাযোগ করেননি।
যদিও আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় নগদ আড়াই লক্ষ টাকা,দুই ভুরি সোনার অলংকার,টিভি, ফ্রিজ,আলমারি,খাট সোকেশ সহ যাবতীয় আসবাবপত্র।সব মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় পাঁচ লক্ষ টাকা বলে দাবি করেছে দুর্গত পরিবার।

বাড়ির মালিক জুবেদ আলী বলেন, কৃষিকাজের জন্য ব্যাংক থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। পাট ও সরষে বিক্রি করে তিল তিল করে ঘরে টাকা জমিয়ে ঋণ পরিশোধ করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সবকিছুকে ছারখার করে দিল। কিভাবে ঋণ পরিশোধ করব বুঝে উঠতে পারছিনা। সর্বস্ব খুইয়ে এখন আমরা সর্বশান্ত।
এলাকার বাসিন্দা বাটুল আলী বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটির সবকিছু শেষ হয়ে গিয়েছে।নগদ টাকা থেকে শুরু করে ঘরের সামগ্রী কোন কিছুই বাঁচানো যায়নি। ব্লক প্রশাসনের কাছে আমরা পরিবারটিকে সাহায্যের আবেদন জানাচ্ছি।তবে শর্ট সার্কিটের জেরে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান।