যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের দিন তৃনমূল শিক্ষা সেলের নেতার দারা দাদাগিরি, সিবিআই তদন্ত আসছে তৈরী থাকুন অঞ্জন বাবু, দাবি জেলা বিজেপি সভাপতির।

0
248

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের দিন তৃনমূল শিক্ষা সেলের নেতার দারা দাদাগিরি, সিবিআই তদন্ত আসছে তৈরী থাকুন অঞ্জন বাবু, দাবি জেলা বিজেপি সভাপতির।
সফল ধর্মঘট সরকারী কর্মীদের, দাবি বামপন্থী নেতার। আর টি আই করে জানবো কোন কোন গোয়েন্দা সংস্থা। বললেন তৃনমূল শিক্ষক নেতা।

শুক্রবার বকেয়া ডি এ, শূন্যে পদে নিয়োগ সহ অন্যান্য দাবিতে রাজ্য জুড়ে যে ধর্মঘট পালিত হলো তারই রেস টেনে শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী।
উল্লেখ্য, শুক্রবার যৌথ মঞ্চের ধর্মঘট চলা কালীন তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতি নেতা তথা শিক্ষক অঞ্জন দাস জলপাইগুড়ি শহরের সুনীতি বালা বালিকা বিদ্যালয়ের গেটে ধর্মঘটি মহিলা এবং শিক্ষিকাদের সঙ্গে করা দাদাগিরির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
তারই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি, সিপিআইএম সহ ধর্মঘটি বিভিন্ন্ সংগঠন।
শুক্রবার এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি বাপি গোস্বামী ধার্থহীন ভাষায় ঘটনার নিন্দা করেন তার পাশাপাশি উক্ত তৃনমূল শিক্ষক নেতা চাকরি দেবার নামে যুবকদের প্রতারণা করেছেন এমনও অভিযোগ তুলে বলেন, যিনি নিজের স্কুল ছেরে অন্যের আন্দোলন ভাঙতে এসেছিলেন তিনি নিজের স্কুলে কেনো গেলেন না, বাপি বাবু আরও বলেন, সি বি আই তদন্তের রেস যে দিন এই জেলায় আসবে সই দিন এই অঞ্জন বাবুর বাইরের হাওয়া, বাতাস, খাওয়া বন্ধ হয়ে যাবে।

অপরদিকে সিপিআইএম দলের শ্রমিক সংগঠনের নেতা কৃষ্ণ সেন এই ঘটনার তিব্র নিন্দা করে বলেন, দীর্ঘ কয়েক দশক পর দেশের কোনো রাজ্যে সরকারী কর্মীদের এমন ধর্মঘট সফল হলো, আর তাতেই আতংকিত শাসক দল এবং রাজ্য সরকার।

অপরদিকে বিজেপি জেলা সভাপতির করা মন্তব্যের জবাবে তৃনমূল শিক্ষক সমিতির নেতা অঞ্জন দাস বলেন, যিনি সি বি আই এর কথা বলছেন তিনিই তাহলে সব জানেন তবে আমি আর টি আই করে জানার চেস্টা করবো কোন কোন গোয়েন্দা সংস্থা আমার বিরূদ্ধে তদন্ত করবে।