কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারকে চাষীদের কাছ থেকে ১০০০ টাকা কুইন্টাল দরে আলু ক্রয় করা সহ একাধিক দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। এদিন তারা কোচবিহার – দিনহাটা মেইন রোড আটক করে ঘুঘুমারি মোড়ে ওই পথ অবরোধ করেন। এদিন ওই পথ অবরোধ কর্মসূচিতে কৃষকরা রাস্তা আলু ফেলে দেয় এবং সেখানে শুয়ে পথ অবরোধ করেন। ওই পথ অবরোধ প্রায় ১ ঘণ্টা ধরে চলে। ওই অবরোধের জেরে কোচবিহার-দিনহাটা মেইন রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পথ অবরোধ তুলে দেন। এদিন সেখনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা সারা ভারত কৃষক সভার সহ সভাপতি তারাপদ বর্মন, জেলার সাধারণ সম্পাদক আকিক হাসান, গণ আন্দোলনের নেতা মহানন্দ সাহা ও নীহার রঞ্জন দাস সহ আরও অনেকে।
তাদের দাবি গুলি হলো,,, রাজ্য সরকারকে চাষীর আলু কিনতে হবে, হিমঘরে আলু সংরক্ষণে চাষীদের অগ্রাধিকার দিতে হবে, ভিন রাজ্যে ও বিদেশে আলু রপ্তানি করতে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে, আলুভিত্তিক শিল্প স্থাপনে সরকারি উদ্যোগ চাই, ভীম ঘরে আলু সংরক্ষণের ক্ষেত্রে বস্তা প্রতি আলুর ভাড়া কমাতে হবে, রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে তারা এই পথ অবরোধ করেন।