পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দীর্ঘদিন ধরে সঠিকভাবে আলুর দাম পাচ্ছেন না কৃষকরা এই দাবি করে আসছেন বিরোধীরা। রাজ্য সরকার আলু চাষীদের পাশে না দাঁড়ানোর জন্য বিরোধিতায় শবর বিরোধীরা। সেই মর্মে আজ বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় বাইপাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের শামিল হন সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা শাখার কর্মীরা।জেলার বিভিন্ন অংশ থেকে আলু চাষিরা আর সামিল হয়েছিলেন এই বিক্ষোভে। সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সমর ঘোষ বলেন, আলু চাষিরা সঠিকভাবে তাদের আলুর দম পাচ্ছেন না যাতে আলুর দাম লাভজনকভাবে পায় সেই দাবি আমরা জানিয়েছি রাজ্য সরকারের কাছে। আমাদের দাবি রাজ্য সরকার ৫০০ টাকা বস্তা অর্থাৎ এক হাজার টাকা কুইন্টাল প্রতি কিনতে হবে রাজ্য সরকারকে। আলু চাষ করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আলু চাষিরা। তাই আজ আমরা এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম। পূর্ব বর্ধমান জেলায় যেখানে যেখানে আলু চাষ হয় রায়না ১, রায়না ২, মেমারি,জামালপুর এবং বর্ধমান সদর দুই এর আলু চাষিরা এই বিক্ষোভে আজ শামিল। বর্ধমান দু’নম্বর ব্লকের ব্লক সমষ্টি ইউনিয়ন আধিকারিক এবং অফিসাররা আমাদের সাথে কথা বলেছেন আগামী ১১ তারিখ এসডিও সাহেবের নেতৃত্বে আলোচনায় বসা হবে সেখানে আমাদের আন্দোলনকারীদের প্রতিনিধি থাকবেন। তাই আমরা এই অবরোধ তুলে নিচ্ছি।