কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ করা সহ ৫ দফা দাবিতে জেলাশাসককে স্মারকলিপি দিল কোচবিহার জেলা গ্রাম পঞ্চায়েত ও ব্লক অস্থায়ী কর্মচারী সংগঠন। এদিন ওই সংগঠন কোচবিহার শহরের একটি মিছিল বের করে। এখান থেকে তারা জেলা শাসকের করণে উপস্থিত হন। সেখানে তারা বিক্ষোভ দেখান ও পরে কয়েকজনের প্রতিনিধি গিয়ে জেলা শাসকের কাছে ওই স্মারকলিপি প্রদান করেন। এদিন কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দফতরের ক্যাজুয়াল কর্মীরা এই ডেপুটেশনের শামিল হন বলে জানা গেছে।
তাদের দাবি গুলি হল, ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ করা নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক সুনিশ্চিত করা ৬০ বছর পর্যন্ত কাজে নিযুক্তিকরণ সরকারি কর্মচারীদের মত সমমর্যাদা প্রদান করা এবং অবসরকালীন ভাতা প্রদান করার দাবিতে আজ ওই সংগঠনের সদস্যরা জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন। আগামী দিনে তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে সংগঠনকে শক্তিশালী করে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান সংগঠনের সদস্যরা।
এদিন এ বিষয়ে সংগঠনের এক সদস্য জানান,,,,