জলপাইগুড়ি,সংবাদদাতাঃ- নিজস্বকুড়ি কোটি টাকা খরচ করে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হবে জলপাইগুড়ি টাউন স্টেশনকে। মূলত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চকে কেন্দ্র করে আরও নানাভাবে সাজিয়ে তোলা হবে এই স্টেশনকে। জলপাইগুড়িতে এসে এই উন্নয়নের কথা জানান রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম এসকে চৌধুরি। তিনি জানান, খুব শীঘ্রই এই রুটে রেলওয়ে ট্র্যাকের আপগ্রেডেশনের পাশাপাশি স্টেশনের প্লাটফর্ম বাড়ানো হবে। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশন পরিদর্শন করেন তিনি। ছিলেন রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এনজেপি স্টেশনের পাশাপাশি জলপাইগুড়ি রোড, টাউন স্টেশন, মালবাজার ও হলদিবাড়ি স্টেশন সহ বেশ কয়েকটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। রেলের এই উন্নয়নমূলক কাজের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ১ নম্বর গুমটি রেলগেট।