নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ বাঁকুড়া জেলা শশার পক্ষ থেকে আজ বাঁকুড়া জেলা শাসক পুলিশ সুপারের দপ্তরে মিছিল করে ডেপুটেশন কর্মসূচি পালন করলো আদিবাসী সমাজের মানুষজন।
আজ বাঁকুড়ার ভৈরব স্থান মোড়ে জমায়েত করে ফেস্টুন প্যাকাড্ হাতে মিছিল করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পৌঁছায় বাঁকুড়ার পুলিশ সুপারের দপ্তরে। পরে পুলিশ সুপারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন পুলিশ সম্প্রদায় উন্নয়ন প্রতিনিধি দলের সদ্যসরা। আদিবাসী প্রতিনিধি দলের দাবি ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগেই তৈরি করেছিলেন পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ। প্রতি মাসে প্রতিটি জেলার পুলিশ সুপারের সঙ্গে আদিবাসী মূলবাসীদের মতামত দাবিদাবা, সমস্যা, উন্নয়নের গতিপ্রকৃতি বৈঠকে আলোচনার মাধ্যমে হওয়া সিদ্ধান্ত জানানো হতো মুখ্যমন্ত্রীর দরবারে। কিন্তু গত কয়েক বছর হল সিডিআর নিয়ে বৈঠক করেন না কোন পুলিশ সুপার। পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভ মুখ খুবড়ে পড়েছে। সেই পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট রিপ্রেজেন্টেটিভকে পুনর্জীবিত করতে হবে, রাজ্যে জুড়ে বারোশো এমন আদিবাসী প্রতিনিধিদের সান্মানিক ভাতা প্রদান করতে হবে সহ চার দফা দাবিপত্র এই দিন তুলে ধরা হয় তাদের স্মারকলিপির মাধ্যমে।