দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের বেলবুনি গ্রামের নিজের বাড়ি থেকে কাকার জন্য ওষুধ নিতে দুবরাজপুর আসার পথে পন্ডিতপুর ঢোকার আগে একটি হনুমানের আক্রমনে জখম হন বেলবুনি গ্ৰামের বাসিন্দা পান্নালাল কাঁড়ি (৫৮)। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুবরাজপুর গ্ৰামীন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। পান্নালাল কাঁড়ি জানান, আমি সাইকেলে করে বাড়ি থেকে দুবারাজপুর কাকার জন্য ওষুধ নিতে বের হয়েছিলাম। পন্ডিতপুর মোড়ের কাছে আসা মাত্র দুটি হনুমান অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ে এবং মাটিতে ফেলে দেয়। দাঁত ও নখ দিয়ে জখম করে পান্নালালকে। তাঁর একটি হাতও ভেঙে যায়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন পান্নালালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। উল্লেখ্য, বিগত ছয় সাত দিন ধরে দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর, হালসত ও দৌলতপুর গ্রামে হনুমানের কামড়ে ১২ জন জখম হয়েছেন। গতকাল রবিবার বন দপ্তরের পক্ষ থেকে কলকাতা থেকে শুটার এনে একটি হনুমানকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে গুলিবিদ্ধ করে খাঁচাবন্দি করে। কিন্তু এখনও পর্যন্ত তিনটি হনুমান এলাকায় তাণ্ডব চালাচ্ছে বলে জানা যায়। ফলে এখনও আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।