পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কা। দুর্ঘটনায় আহত হয়েছেন 12 জন।তাদের মধ্যে আশঙ্কাজনক চারজন।* আহত বাস যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল দশটা নাগাদ বরাকর থেকে কৃষ্ণনগর গামী একটি যাত্রী বোঝাই বাস বর্ধমান শহরে ঢোকার মুখে কাশিমপুর গ্ৰাম সংলগ্ন ফাগুপুরে জিটিরোডের ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে দ্রুতগতির বাসটির সামনে অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। আচমকা এই দুর্ঘটনায় জখম হন বাসের ১২ জন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহত যাত্রীদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কজনক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ।
Home রাজ্য দক্ষিণ বাংলা দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সজরে ধাক্কা মারলো যাত্রী বোজাই বাস দুর্ঘটনা তীব্রতা...