কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ভবানীগঞ্জ মাছ বাজার ও নতুন বাজারকে অত্যাধুনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নয়া উদ্যোগ কোচবিহার পৌরসভার। এদিন কোচবিহার ভবানীগঞ্জ বাজার ও নতুন বাজার পরিদর্শনে আসেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার মৎস্য দপ্তরের ডেপুটি ডাইরেক্টর অভিজিৎ সাহা, কৌশিক মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, নর্থ ইস্ট জোনের মধ্যে সবচেয়ে পুরোনো বাজার হলো কোচবিহার ভবানীগঞ্জ বাজার ও নতুন বাজার। সেই বাজার গুলো দীর্ঘদিন ধরে ভগ্নদশা অবস্থায় রয়েছে এবং মাছ বাজার গুলো দুর্গন্ধের কারণে মানুষ বাজারে যেতে পারে না। সেই বাজার গুলোকে অত্যাধুনিক বা কোল্ড স্টোরেজ বা দ্বিতল করে দিলে বাজারে কোন দুর্গন্ধ থাকবে না। সেই কারণে কোচবিহার শহরের নাগরিকদের সুবিধা করে দিতেই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কারণে এই পরিদর্শন করেন বলে জানিয়েছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।