পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে ৮২০৭ টি সরকারি স্কুল তুলে দেওয়ার প্রতিবাদে এবং শূন্য পদে দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে গত ১০ই মার্চ ছাত্র সংগঠন এআইডিএসও’র ডাকা ধর্মঘটে সাধারণ ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্ত সমর্থন করার জন্য তাদের অভিনন্দন জানিয়ে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণের বিরুদ্ধে সোমবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি করলো এআইডিএসও। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক তনুশ্রী বেজ। জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস জানা। তনুশ্রী বেজ বলেন, সারা রাজ্যে সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষক অভিভাবক যেভাবে ধর্মঘটকে অভূতপূর্ব সমর্থন জানিয়েছেন, তাই উনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুর কলেজ সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকদের উপরে তৃণমূলের সংগঠিত আক্রমণকে ধিক্কার জানিয়ে আমাদের এই প্রোগ্রাম। আমরা এই মিছিল এবং সভা থেকে দাবি তুলেছি সরকারি সন্ত্রাস নয়, সরকারি শিক্ষা চাই, সরকারি চাকরি চাই। আগামী দিনেও এই দাবিগুলি নিয়ে আন্দোলনে জনসাধারণের এই ভাবে সাহায্য সমর্থন পাবো এই আশা রাখছি।
Home রাজ্য দক্ষিণ বাংলা ADISO ধর্মঘটে আক্রমণ এবং ছাত্র-ছাত্রীরা এই ধর্মঘট সফল করায় বিদ্যাসাগর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের...