কোচবিহার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ ২ পরীক্ষার্থী, হাসপাতালে বসে দিল পরীক্ষা।

0
395

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল দুই পরীক্ষার্থী। সেই সময় তাদের উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর পরীক্ষা দিতে চাইলে তাদের পরীক্ষার ব্যবস্থা করে পর্ষদ কর্তৃপক্ষ। পরে হাসপাতালের বেড়ে বসে পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী।

জানা ‌গিয়েছে, এ দিন পরীক্ষা চলাকালীন পুন্ডিবাড়ী আর জি এল হাই স্কুলের ছাত্র শৈশব সরকার সে পরীক্ষা দিচ্ছে কোচবিহার রাজারহাট বিদ্যাভবন স্কুলে। সেই সময় সে অসুস্থ হয়ে পড়ে। ওপর দিকে কোচবিহার শ্রী হিন্দী হাই স্কুলের ছাত্রী লক্ষ্মী সাহা। সে পরীক্ষা দিতে যায় সুনীতি একাডেমী স্কুলের।
হঠাৎই প্রচন্ড পেট ব্যাথা করায় ছটফট করতে থাকে সে পরীক্ষা কেন্দ্রে। খবর দেওয়া হয় পুলিশ ও স্কুল পরিদর্শককের সদস্যরা ওই দুই পরীক্ষার্থীদের কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের পরীক্ষা দেওয়ার কথা ব্যবস্থা করেন।

এদিন এবিষয়ে অসুস্থ পরীক্ষার্থী লক্ষ্মী সাহা জানান,আমি শ্রী হিন্দী হাই স্কুলের ছাত্রী। আমি সকালে সময় মতো পরীক্ষা দিতে আসি। পরীক্ষা দিতে বসি সুনীতি একাডেমী স্কুলে। হঠাৎ করে আমার প্রচন্ড পেট ব্যাথা। আমি ছটপট করতে শুরু করি পরে আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আমি পরে একটু সুস্থ বোধ করি। সঙ্গে সঙ্গে জানিয়ে দেই আমি পরীক্ষা দেবো। পরে স্কুলের শিক্ষকরা পরীক্ষার ব্যবস্থা করে দেন। আমি যা পরীক্ষা দিয়েছে তাতে কোনো রকম পাশ করতে পারবো বলে জানায় লক্ষ্মী।