পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রে গুলিতে কর্মসূচি চালালেন হরিশ্চন্দ্রপুর-১ ‘বি’ ব্লকের ছাত্র পরিষদের সদস্যরা।

0
116

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —আজ থেকে রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রে গুলিতে কর্মসূচি চালালেন হরিশ্চন্দ্রপুর-১ ‘বি’ ব্লকের ছাত্র পরিষদের সদস্যরা।মঙ্গলবার সকালে তৃনমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী প্রনব দাসের নেতৃত্বে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ে আগত পরীক্ষার্থীদের হাতে জলের বোতল,কলম,স্কেল, চকলেট ও কভার ফাইল দিয়ে শুভেচ্ছা জানালেন ছাত্র পরিষদের সদস্যরা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুলসীহাটা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি আবুল হোসেন আশরাফী ও ছাত্র পরিষদের সদস্য বাপ্পি দাস,
ছোটন দাস,বাপন মন্ডল,অমিত দাস,ফাইয়াজ আলম,রফিকুল আলি ও ইন্দ্রজিৎ সরকার সহ অন্যান্য কর্মীরা।প্রনব দাস জানান,এদিন নিজ খরচে সাড়ে চারশো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এই শিক্ষা সামগ্রীগুলো তুলে দেওয়ার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা করেন।প্রধান শিক্ষক হরেন্দ্র নাথ পাল জানান, তুলসিহাটা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়,পেমা ভক্তিপুর হাই মাদ্রাসা ও কুশিদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষা পড়েছে।পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের কোনরূপ সমস্যা হবে না।পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।