দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আবারও পুলিশের মানবিক মুখ দেখা গেল বীরভূম জেলার দুবরাজপুরে। দুবরাজপুরে এক পরীক্ষার্থী নিজের পরীক্ষা কেন্দ্র ভুল করে নিজেরই স্কুলে পরীক্ষা দিতে চলে আসে। পরীক্ষার সময় হয়ে গিয়েছিল। তাই দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন নিজের গাড়ীতে করে মহিলা কনস্টেবল দিয়ে ঐ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পোঁছে দেওয়ার ব্যবস্থা করেন। উল্লেখ্য, জীবনে প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। কারণ, গতবার করোনার জেরে পরীক্ষায় বসতে হয়নি তাদের। এবার নিয়ম মেনেই অন্য স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। কিন্তু এবার দুবরাজপুরের শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের ফর গার্লস স্কুলের এক ছাত্রী নিজের স্কুলেই পরীক্ষা দিতে হাজির হয়ে যায়। কিন্তু আদতে তার পরীক্ষা কেন্দ্র পড়েছে এক কিলোমিটার দূরে দুবরাজপুর গার্লস্ স্কুলে।
সেই মুহুর্তে কী করবে তা বুঝে উঠতে পারছিল না সেই ছাত্রীটি।পরিস্থিতি বুঝে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন নিজের গাড়িতে মহিলা কনেস্টেবল দিয়ে পরীক্ষা শুরুর আগেই ওই ছাত্রীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।