পুলিশের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা প্রদান।

0
157

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ থেকে শুরু হয়েছে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। করোনার জেরে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিতে পারেনি ছাত্রছাত্রীরা। তাই উচ্চ মাধ্যমিকই জীবনের প্রথম বড় পরীক্ষা এবারের ছাত্রছাত্রীদের। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হওয়ার আগে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার পুলিশের ব্যবস্থাপনায় চিনপাই উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল। পাশাপাশি সমস্ত ছাত্রছাত্রীর হাতে একটি করে কলম এবং জলের বোতল তুলে দেওয়া হয়। এদিন কলম ও জলের বোতল তুলে দেন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তাছাড়াও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র থেকে ১০০ মিটারের বাইরে রাখা হয়েছিল। পাশাপাশি সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো ইলেকট্রনিক্স দ্রব্য পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিয়ে প্রবেশ করা যাবে না। এদিন সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।