বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- NDDB Foundation for Nutrition এর উদ্যোগে NSPCL Durgapur এর সহযোগিতায় বোলপুর ব্লকের অন্তর্ভুক্ত চারটি স্কুলে চালু হলো পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ছাত্র-ছাত্রীদের spl. nutrition হিসাবে 200ml এর Milk shake নামে এক প্রোটিন সমৃদ্ধ দুধ প্রদান প্রকল্পের। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয় বোলপুর শিক্ষানিকেতন আশ্রম কন্যা বিদ্যালয়ে । আজ বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে দুগ্ধ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর- শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সহ সহসভাপতি মিহির রায় মহাশয় ও সমাজকর্মী পুস্পেন্দু রায় এবং আরো অনেকে। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে এটা এক দারুণ প্রকল্প । এর ফলে আমাদের মতো পিছিয়ে পড়া গরীব পরিবারের ছাত্র- ছাত্রী যাদের পুষ্টির অভাব রয়েছে তাদের দারুণ কাজে দেবে । ছাত্র ছাত্রীরা প্রত্যেকে পোটিন সমৃদ্ধ এই tasteful দুগ্ধ পান করে প্রচন্ড উল্লসিত ও আনন্দিত।