করলার উত্তর মুখী নদীর বুকে হতে চলেছে বারুনী মেলাও স্নান।

0
202

জলপাইগুড়ি,নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তর বঙের ঐতিহাসিক গৌরীহাটের মেলা ও স্যান ।জলপাইগুড়ির ঐতিহাসিক বিভিন্ন মেলাগুলোর মধ্যে গৌরীহাটের মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 19শে মার্চথেকে।চলবে আটদিন ব্যাপী।দুই বছর পর ফের করোনাকে কাটিয়ে এই মেলা হতে চলেছে।চলছে মেলার বিভিন্ন সরঞ্জাম বসানোর কাজ। যদিও এই মেলার জন্য উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের যাতে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য মাইকের ব্যবহার খুব কম শব্দে হবে । এমনটাই মেলা কমিটির সদস্য রা জানিয়েছেন। পাশাপাশি এই বছর ব্যবসায়ীরা ও তাদের ব্যবসা ভালো করে করতে পারবে বলে এমনটাই আশা করছেন তারা। উত্তর বঙের বিভিন্ন স্থান থেকে দোকান দার থেকে পূণাথীরা এখানে এসে থাকে।এইবার ও আসার জন্য তারা তৈরী হচ্ছেন।শুরু হয়েছে নাগরদোলা থেকে রকমারি দোকান পত্র বসানোর কাজ।