করোনায় মৃত প্রাক্তন ছাত্রের নামে সম্মাননা শুরু করলো জেনকিন্স হাই স্কুল।

0
364

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার জেনকিন্স হাই স্কুলে এবার শুরু হলো নিরুপম বোস সম্মাননা। আজ কোচবিহার কোচবিহার জেনকিন্স হাই স্কুলে ওই সম্মাননা দেওয়া হয়। আজ ওই স্কুলের ২০২২ সালের তিন মেধা ছাত্রকে নিরুপম বোস সম্মাননা দেওয়া হয়। এদিন তাদের হাতে স্মারক ও চেক তুলে দেন নিরুপম বোসের মা। সেখানে দেখা যায় নিরপমের ৮৫ বছরের মা স্টেজে বসে ছেলের জন্য কাদতে থাকে।

জানা গেছে, মৃত নিরুপম বোস ১৯৮৬ সালের কোচবিহার জেনকিন্স হাই স্কুলের ছাত্র ছিল। সে কলকাতায় কর্মরত ছিলেন। কিন্তু করোনার জেরে নিরুপম বোস মারা যান। যেহেতু জেনকিন্স হাই স্কুলের ছাত্র ছিলেন সেই কারণে স্কুলের সাথে তার আবেগ জড়িয়ে রয়েছে। তাকে স্মরণ করে রাখতে পরিবারের লোকজন ও স্কুলের অ্যালুমিনিয়াম সংগঠনের পক্ষ থেকে নিরপম বোস সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই তারা ঠিক করেন প্রতি বছর কোচবিহার জেনকিন্স হাই স্কুলে যে ছাত্ররা মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবে তাদের ওই সম্মাননা দেওয়া হবে। সেখানে প্রথম জনকে ৫০০০ টাকা, দ্বিতীয় জনকে ৩০০০ টাকা ও তৃতীয় জনকে ২০০০ টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী ২০২২ সালের তিন কৃতিকে ওই সম্মাননা দেওয়া হয়।