বর্ধমান জিআরপি থানার উদ্যোগে অবাধ স্বাস্থ্য শিবির।

0
201

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিভিন্ন সামাজিক কর্মসূচিতে বারবার এগিয়ে এসেছে বর্ধমান জিআরপি থানা। রক্তদান শিবির থেকে শুরু করে মানুষের জন্য বিভিন্ন পরিষেবা প্রদান করছে বর্ধমান জিআরপি থানা। সেই মর্মে আজ বর্ধমান জিআরপি থানার উদ্যোগে অবাধ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বর্ধমান স্টেশনে। আজ স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা, দন্তপরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড প্রেসার এবং ব্লাড সুগার পরীক্ষা সহ মেডিসিন বিতরনের ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষ এবং স্টেশনে থাকা হকাররা আজ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে তাদের বিভিন্ন রকম পরীক্ষা করান। আজ অনুষ্ঠান উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্ডাল ডিভিশনের আধিকারিক প্রসেনজিৎ চ্যাটার্জী, বর্ধমান জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তা হরন সিনহা সহ জিআরপি সমস্ত আধিকারিকরা। জিআরপির আধিকারিক প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন, বর্ধমান জিআরপি থানার উদ্যোগে এই অবাধ স্বাস্থ্য শিবিরের আয়োজন। সাধারণ মানুষ দেহের সমস্ত রকম চিকিৎসক করাতে পারবেন বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির থেকে। বিভিন্ন সামাজিক কর্মসূচিতে আমরা যুক্ত হই সাধারণ মানুষের জন্য। তাই বর্ধমান থানার জিআরপি কে আমি ধন্যবাদ জানাবো এইরকম একটি সামাজিক কর্মসূচি করাতে।