নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্যাসেঞ্জার ট্রেনে করে চোরাই কাঠ পাচার করা হচ্ছিল বৃহস্পতিবার কালচিনি রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাচারের আগেই ওই কাঠগুলি উদ্ধার করে বনদফতর।গোপন সুত্রে খবরের ভিত্তিতে বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জ ও দমনপুর রেঞ্জের বনকর্মীরা বৃহস্পতিবার কালচিনি রেল স্টেশনে অভিযান চালায় আপ বামনহাট প্যাসেঞ্জার ট্রেনে কাঠ পাচার হচ্ছিল। বনদফতর অভিযান চালিয়ে কাঠ গুলি উদ্ধার করে এবং এক জনকে গ্ৰেফতার করা হয় বলে জানা যায়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার কালচিনি রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাচারের আগেই উদ্ধার চোরাই কাঠ।