ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ার এর মানবিক উদ্যগ।

0
159

নিজস্ব সংবাদদাতা, মালদা:—আজ ১৬ মার্চ উচ্চ মাধ্যমিক এর ইংরেজি পরীক্ষা ছিল। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিপন সিংহ নামে ওই ছাত্র তার পরীক্ষা কেন্দ্র আইহো হাই বিদ্যালয়ে সিট পরেছে ।পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের গেটে পৌচ্ছে সে দেখতে পায় তার ব্যাগে অ্যাডমিট আর রেজিষ্ট্রেশন কিছু ই সাথে নেই। পরীক্ষার্থী রিপন জানায় প্রায় ৫ কিলোমিটার দূরে বুলবুলচণ্ডী র দোলমালপুর কলোনিতে বাড়ি তার । প্রথম অবস্থায় বিদ্যালয়ে ঢুকতে না দিলেও। অতিসত্বর অ্যাডমিট রেজিষ্ট্রেশন কোনোভাবে পৌছে দিতে পারলে পরীক্ষা সম্পন্ন করতে পারবে। এই বলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়। এত তাড়াতাড়ি কিভাবে অ্যাডমিট, রেজিষ্ট্রেশন পৌঁছবে তার নিয়ে বিচলিত না হয়ে তাঁকে পরীক্ষা দিতে বলে উপস্থিত অভিভাবক ও ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়াররা তরিঘরি ডিউটিতে থাকা অবস্থায় সাহায্য এর জন্য উদ্যোগ নেয় সিভিক ভলেন্টিয়াররা । উপস্থিত সিভিক,
পল্ট, রাজেশ,বাপন ফোন করে। স্থানীয় কোলকাতা পুলিশ কর্মরত বিধান সরকার কে ফোন করে । বিধান ছুটিতে থাকা বুলবুলচণ্ডী র বাড়িতে ছিল। বিধান খবর পাওয়া মাত্র নিজের মোটরসাইকেল নিয়ে ছুটে যায় দোলমালপুর কলোনিতে। সেখান থেকে অ্যাডমিট, রেজিষ্ট্রেশন নিয়ে দ্রুত সময় মতো স্কুলে পৌঁছে যায়। আর কোনো বাধা থাকে না রিপন এর ইংরেজি পরীক্ষা দিতে। —- পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকেরা ওই কলকাতা পুলিশ বিধান সরকারকে, ধন্যবাদ — স্যালুট বিধান কে । বিধান একটি ছাত্রের জীবন বাঁচালো। বিধান তোমাকে আবার স্যালুট জানায়।