দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত আত্রাই নদী ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কথিত আছে এই নদী দিয়ে অতীতে বজরাও চলতো। এমনকি বজরা নিয়ে দেবী চৌধুরানী দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় আসতেন বলে জনশ্রুতি রয়েছে। অতীতে এই আত্রাই নদী নবযৌবনা বধুর মত প্রাণোচ্ছল ছিল। বেশ কয়েক বছর আগেও এই নদীর মুখ থেকে নদীর বুক থেকে রাইখোর, বাঘা আইর, আইর বোয়ালসহ বিভিন্ন সুস্বাদু মাছ উঠত। এরপরে আত্রাই নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। বাংলাদেশ এই নদীর বুকে বাংলাদেশের ভেতরে রবার ড্রাম তৈরি করায় এই নদীর জল বহুলাংশে কমে গেছে। বড় প্রমান সাইজের মাছ পাওয়া যায় না বললেই চলে। সেই নদী থেকেই প্রায় দশ কিলো ওজনের বোয়াল মাছ উঠে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরে। বুধবার এই মাছটি সন্ধ্যা বেলায় উঠে। শুধু তাই নয় গত চৌঠা মার্চ তারিখে প্রায় 15 কেজি ওজনের বোয়াল মাছ পেয়েছে জেলেরা। গতকাল রাত আটটা নাগাদ বালুরঘাটের বাসিন্দা সঞ্জিত মজুমদার আত্রাই নদীর চকভৃগু ব্রীজ এলাকায় এই মাছটি ধরেন। এই মাছ দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। আত্রাই নদীর সুস্বাদু এই বৃহৎ আকারের বোয়াল মাছ আবার আত্রাই নদীতে ভাষায় বুক বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষ।