বর্ধমান শহরের চৈত্র সেলের শুভ উদ্বোধন।

0
311

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এক ঐতিহ্যবাহী শহর আমাদের এই বর্ধমান। প্রতি বছর বর্ধমান শহরের বি সি রোডে একমাস ব্যাপি চলে এই চৈত্র সেল। রাস্তা খুব ছোট হওয়াতে যতদিন এই চৈত্র সেল সেই চলতো যানজটের শিকার হতেন পথ চলতি সাধারণ মানুষ। সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্ধমান পৌরসভা। বর্ধমান পৌরসভার উদ্যোগে এবছর থেকে চৈত্র সেল অনুষ্ঠিত হবে বর্ধমান শহরের টাউন হল প্রাঙ্গনে। উদ্বোধনের পর থেকে মানুষের সমাগম লক্ষ্য করা গেছে এই টাউন হল প্রাঙ্গনে।মোট ১৪৯ টি স্টল রয়েছে এই টাউন হল প্রাঙ্গনে। শুধুমাত্র তাই নয় ঝড় জলের দিনেও যারা বিসি রোডে দোকান করতেন তাদেরও প্রচুর সমস্যার সম্মুখীন হতে হতো। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, আপনারা দেখছেন উদ্বোধনের পর থেকে মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এই টাউন হল প্রাঙ্গণ প্রাণকেন্দ্র বলা চলে বর্ধমান শহরের। এই খোলামেলা জায়গায় মানুষের কোন রকম অসুবিধা হবে না। প্রচুরসংখ্যক মানুষ আসবেন এই একমাস ব্যাপি চৈত্র সেলে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, বর্ধমান পৌরসভার তরফে এ বছর এই টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে চৈত্র সেল। একমাস ব্যাপী এই চৈত্র সেল বিসি রোডে যখন হত সাধারণ মানুষ যানজটে শিকার হতেন। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বছর থেকে টাউন হল প্রাঙ্গনে নিয়ে আসা হয়েছে চৈত্র সেলকে। খোলামেলা জায়গা মানুষ সুষ্ঠুভাবে কেনাকাটি করতে পারবেন। দোকানদারদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে লাইট, ফ্যান সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।