বামনগোলা থানার অন্তগত কুটাদাহ ক্যাম্পের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন।

0
322

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বামনগোলা থানার অন্তগত কুটাদাহ ক্যাম্পের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করে থাকে ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ জওয়ানেরা
। এদিন উপস্থিত ছিলেন ১৫৯ নম্বরের অফিসিটিং কমান্ডেন্ট বিনয় পাল,ডিসি সনাতোন মন্ডল,প্রধান মিতা মন্ডল সহ এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরা। ১৫৯ ব্যাটেলিয়ানের আয়োজনে সিভিক অ্যাকশন কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এদিন বেশ কিছু সামগ্রী দান করা হয় ।এর মধ্যে রয়েছে বায়োটলেট, জলেফিল্টার, সোলার লাইট সেলাই মেসিন, ফুটবল, ভলি বল, ব্লাঙ্কেট, জলের ট্যাঙ্ক,ডাস্টবিন, বিভিন্ন সামগ্রীক তুলে দেওয়া হয় এলাকাবাসীর হাতে। বডার এলাকা ছেলেদের নিয়ে ভলিবল টুর্নামেন্টের খেলানো হয়, তাদের মধ্যে চাপিয়ান দলকে পুরুষ্কার দেওয়া হয় বি এস এফের তরফে।