আবদুল হাই, বাঁকুড়াঃ এতদিন পর্যন্ত সোনামুখী পৌরশহর এবং সোনামুখী ব্লক সহ আশেপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটলে বাঁকুড়া অথবা বিষ্ণুপুর থেকে দমকলের ইঞ্জিন নিয়ে আসতে হতো ততক্ষণে বহু ক্ষয়ক্ষতি হয়ে যেত অগ্নিসংযোগ ঘটনাস্থলে । অবশেষে তার অবসান ঘটিয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষা সোনামুখী পৌরশহরে চালু হচ্ছে ফায়ার ব্রিগেড স্টেশন ।
সোনামুখীর নাইফেলা এলাকায় রাজ্য সরকারের সহযোগিতায় এবং সোনামুখী পৌরসভার উদ্যোগে ঝাঁ চকচকে এই ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি করা হয়েছে । ফলে আগামী দিনে অগ্নি সংযোগের মত ভয়ানক দুর্ঘটনা ঘটলে আর কোন সমস্যায় পড়তে হবে না সাধারণ মানুষদের । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ । তবে শুধুমাত্র সোনামুখী নয় আশেপাশের ব্লক গুলির মানুষও উপকৃত পাবেন এই ফায়ার ব্রিগেড স্টেশন থেকে । দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষদের দাবি ছিল ফায়ার ব্রিগেড স্টেশন তৈরি করা হোক অবশেষে তাদের সেই দাবি পূরণ হতে চলেছে ।
তাপস রায় নামে সোনামুখী পৌরশহরের এক বাসিন্দা জানান , এটা হওয়ার দরকার ছিল এর ফলে সাধারণ মানুষ ভীষণ উপকৃত হবেন । রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই ।
রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে ভুলেনি সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি । তিনি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন , অত্যন্ত আনন্দের এবং সুখবর আমাদের কাছে অতি দ্রুত ফায়ার ব্রিগেড স্টেশন চালু হতে চলেছে । শুধুমাত্র সোনামুখী নয় সোনামুখী সংলগ্ন আশেপাশের ব্লকের সাধারণ মানুষরাও এর থেকে উপকৃত হবেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই ।