অল্প বৃষ্টিতে খুশি চাষিরা, ভালো ফসলের আশায় পূর্ব মেদিনীপুর জেলার চাষীরা।

0
286

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবহাওয়া দপ্তর কয়েকদিন ধরে জানাচ্ছেন বঙ্গে বৃষ্টির দেখা মিলবে। সেই মতো বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্য জুড়ে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পরিমান বেশি না হলেও অল্প বৃষ্টিতেও খুশি চাষিরা। চাষের জমির মাটি শুকনো হয়ে গিয়েছিলো।বৃষ্টির জল মেলায় অনেকটাই উপকার হয়েছে বলে মনে করছে পূর্ব মেদিনীপুর জেলার চাষীরা। ধান জমিতে এই সময় শিস বেরিয়েছে। জলের খুব প্রয়োজন। খালে জল না থাকায় জমিতে জল দিতে পারছিলো না কৃষকরা। চিন্তায় পড়ে তারা। তবে অল্প বৃষ্টি হলেও চাষের খুব উপকার হয়েছে। ধান চাষের পাশাপাশি সবজি চাষেও খুব উপকার হচ্ছে। জল না পাওয়ায় শাক সবজি সব শুকিয়ে যাচ্ছিলো। জল পেয়ে গাছ গুলি আবার সতেজ হয়ে উঠছে। ফলে বৃষ্টির কারনে ধান চাষ থেকে শাক সবজি চাষে অনেকটাই উপকৃত কৃষকরা।।