আগেই পেয়েছে বন্ড এবার নিশ্চিন্তে হিমঘরে আলু রাখতে এসে খুশি চাষীরা।

0
436

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- বিগত দিনে হিমঘরে আলু রাখার বন্ড বিতরণ কে ঘিরে জলপাইগুড়িতে ধুন্দুমার কান্ড দেখা দিলেও শুক্রবার ঠিক তার উলটো চিত্রই উঠে এলো ক্যামেরায়।
এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরে আলু রাখতে এসেছেন চাষীরা।
সকাল থেকেই সুষ্ঠ ভাবে আলু হিমঘরে রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন যদিও দুপুর পর্যন্ত কোনো হিমঘরেই কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।
আলু রাখতে আসা এক ট্রাক্টর চালক জানালেন এবার অনেক শান্তি, গতবার ও খুব ঝামেলা হয়েছিলো কিন্তু এবারে একেবারে শান্তি।
ওপর এক আলু চাষীর গলাতেও একই সুর, কোনো রকমের ঝুটঝামেলা ছাড়াই এবার হিমঘরে আলু রাখতে পারছেন বলে জানালেন তিনি।