দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর রামকৃষ্ণপুর এলাকায় গণধর্ষনের ঘটনায় মৃত এক আদিবাসী মহিলা। মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার আসে বালুরঘাট পুলিশ মর্গে। মিতার ছেলে জানান ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। মঙ্গলবার রাতে এলাকায় একটি বিয়ে বাড়িতে গেছিলেন ওই নির্যাতিতা। আদিবাসী নিয়মে নাচাগানার পর নির্যাতিতার পরিবারের লোকেরা বাড়ি ফিরে আসার পরেও ওই নির্যাতিতা ফিরে না আসায় তাকে খোঁজ করতে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ির লোকেরা। ঘটনাটি ওয়াটার পর ওই নির্যাতিতা কে উদ্ধার করার পর অনেক রাত হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেননি তার বাড়ির লোকেরা। এরপর বুধবার তাকে হাসপাতালে ভর্তি করার পর ওই নির্যাতিতা তার বাড়ির লোকেদের সমস্ত কিছু জানায়। এদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় কালদিঘি হাসপাতালে ওই নির্যাতিতার মৃত্যু ঘটেছে। সেই ঘটনাটি তার দেওয়া ময়নাতদন্ত হলে বালুরঘাট পুলিশ মর্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন নির্যাতিতার ছেলে।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর রামকৃষ্ণপুর এলাকায় গণধর্ষনের ঘটনায় মৃত এক...