পুলকারে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াত সুরক্ষিত করতে উদ্যোগ ট্রাফিক পুলিশের ।

0
287

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৭ মার্চ––– পুলকারে স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াত সুরক্ষিত করতে উদ্যোগ ট্রাফিক পুলিশের । এদিন জেলার সদর শহর বালুরঘাটের বিভিন্ন বেসরকারি স্কুলের পুলকার চালক এবং কর্মকর্তাদের ডেকে আলোচনা করেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ । নয়মিত প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে দেখার পাশাপাশি ব্রেক, পারমিট, ইমারজেন্সি বক্স সহ ছাত্রছাত্রীদের পাদানি ইত্যাদি বিষয় খতিয়ে দেখার পরামর্শও দেওয়া হয় বৈঠকে । একই সাথে স্কুলে ছাত্রছাত্রী আনা নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করা নিয়েও বার্তা দেওয়া হয়েছে । বৈধ লাইসেন্স যুক্ত চালক হলুদ নম্বরের প্লেটের গাড়িতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারবেন বলে জানাগেছে । ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয় প্রাধান্য দিয়ে এদিনের আলোচনায় গাড়িতে জরুরী ফোন নম্বর রাখার কথাও বলা হয়েছে । মূলত প্রশিক্ষণ এবং সচেতনা বিষয়ক এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, ট্রাফিক ওসি বিথি সুন্দর সাহা প্রমুখ ।

ডিএসপি ট্রাফিক জানিয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে এদিন আলোচনা করা হয়েছে । গাড়ির ফিটনেস সহ ব্রেক, পারমিট ইত্যাদি বিষয় দেখা হয়েছে । আগামীতে নিয়ম মেনে গাড়ি চালানোর কথা বলা হয়েছে ।