নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ পঞ্চায়েত ভোট যখন দুয়ারে ঘন্টা নাড়ছে ঠিক তখন বালুরঘাট পঞ্চায়েত সমিতির অধিন ৬ নং ডাংগা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত পাচ বছরে শুধু অনুন্নয়নের ছবি। এলাকায় না হয়েছে পাকা রাস্তা না হয়েছে নলকুপ বাহিত পানীয় পরিশ্রুত জলের ব্যবস্থ্যা। নেই কোন পথবাতি।নিকাশি ব্যবস্থ্যা তো দূর অস্ত।স্বাভাবিক ভাবে বেচে থাকার নুন্যতম পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা। যদিও বর্তমানে আদালতের নির্দেশে তৃনমুলের হাত থেকে বিজেপির হাতে ক্ষমতা খুব অল্প দিন আগে যাওয়া ৬ নং ডাংগা গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান সুভাষ সরকারের দাবি এরজন্য দায়ি তৃনমুল। তার অভিযোগ তৃনমুল যদি অগনতান্ত্রিক ভাবে তাদের লোক ভাংগিয়ে নিয়ে গিয়ে বিগত চার বছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত দখল করে না রাখত, তবে এসব অনেক আগেই হয়ে যেত। তবে যার শেষ ভাল তার সব ভাল। উপপ্রধানের সুভাষ সরকার এর দাবি ইতিমধ্যে এসব পরিষেবা দেবার জন্য তাদের টেন্ডারপাশ হয়ে গেছে। কাজ শুরু হয়ে যাবে খুব শিঘ্রই। তার আরো দাবি এলাকার মানুষ সব জানে ও তাদের উপর বিশ্বাস রাখে বলেই তারাই আবার ক্ষমতায় ফিরবেন।
যদিও এলাকার তৃনমুলএর পক্ষে সন্তোষ হাজদার দাবি তাদের এক সদস্যের অকাল মৃত্যুর কারনে তাদের হাত থেকে বোর্ড হাত ছাড়া হওয়ার আগে পর্যন্ত দুয়ারে সরকারের মধ্যমে এলাকার মানুষকে সরকারের সব প্রকল্পের সুবিধে পাইয়ে দিয়েছি, তাই তারাই ফের তাদের পরিষেবা পাওয়ার জন্য তৃনমুলকেই ক্ষমতায় ফিরিয়ে আনবে।
অপরদিকে এলাকার এক আশা কর্মি এলাকায় অনুন্নয়নের কথা জানিয়ে ক্ষোভের সাথে বলেন রাস্তা না থাকায় এলাকার গর্ভবতি মা দের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যাপক অসুবিধের মধ্যে পরতে হয়। রাস্তা না থাকায় এমব্যুলেন্স নিয়ে আসা সম্ভব হয় না। এর পাশাপাশি পরিশ্রত পানীয় জলের কোন ব্যবস্থ্যাই গড়ে তোলা হয় নি, যাতে মানুষ ভাল জল খেতে পারে। নিকাশি নেই বললেই চলে।
তার দাবি তারা চান গ্রাম পঞ্চায়েত এই সব পরিষেবা দ্রুত গড়ে তুলুক এলাকায়। গরিব মানুষরা সব সরকারি প্রকল্পের পরিষেবা গুলো পাক।
এখন দেখার আগামী পঞ্চায়েত ভোটে এলাকার মানুষ বিজেপির উপর আস্থা রাখেন না পরিবর্তনের পথে হেটে তৃনমুলকে ক্ষমতায় নিয়ে আসে।