তেল ছাড়ায় ছুটছে গাড়ি।

0
184

আবদুল হাই,ৎবাঁকুড়াঃ ইঞ্জিন আর জ্বালানী তেল ছাড়াই যাত্রী সহ রাস্তায় চলছে দেশীয় প্রযুক্তিতে বহুল পরিনচিত আস্ত একটা গাড়ি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল। গত কয়েক বছর আগে তাঁর কেনা শখের এক লাখি ‘টাটা ন্যানো’ এখন বাঁকুড়ার রাস্তায় ছুটছে ইঞ্জিন। আর জ্বালানী তেল ছাড়ায়।

এক দিকে জ্বালানী তেলের সঞ্চয় কমে আসছে, অন্যদিকে সেই জ্বালানী তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, সঙ্গে বায়ু দূষণের মাত্রা বাড়ছে। এই অবস্থায় জ্বালানী তেলের ব্যায় সংকোচনের ভাবনা চিন্তা চলছে, সঙ্গে পরিবেশ বান্ধব যানের চাহিদাও সমানভাবে যখন বাড়ছে। ঠিক সেই মুহূর্তেই বাঁকুড়ার মতো প্রান্তিক শহরে বসেই মনোজিৎ মণ্ডল সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে যান জগতে ‘নিঃশব্দ বিপ্লব’ ঘটিয়ে ফেলেছেন। ন্যানোর ইঞ্জিন খুলে ফেলে ছাদে বসিয়েছেন ‘সোলার প্যানেল’। তবে চালনার সুবিধায় রয়েছে গিয়ার। আর ৪ নম্বর গিয়ার ব্যবহার করে নিঃশব্দে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে মনোজিৎ মণ্ডলের হাত ধরে রুপান্তরিত এই ন্যানো।

মনোজিৎ মণ্ডল এপ্রসঙ্গে বলেন, তাঁর গাড়িতে বৈদ্যুতিক চার্জ দিলে প্রতি ১০০ কিলোমিটারে ৩০ থেকে ৩৫ টাকা খরচ। তবে সোলার সিস্টেমে চার্জ দিলে কোন খরচ নেই। সঙ্গে অন্যান্য আনুসঙ্গিক খরচ নেই বললেই চলে। ছোটো থেকে অন্য কিছু করার ভাবনা থেকেই তাঁর গাড়ি তৈরীর ভাবনা বলে তিনি জানান।