নিজস্ব সংবাদদাতা, মালদা: পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ইংরেজ বাজার ব্লক প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হল মৎস্যজীবী পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান। রবিবার দুপুরে ইংরেজ বাজারের বড় সাগরদিঘী মৎস্য অফিসে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ ছায়া মন্ডল, কাজিগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী সহ অন্যান্যরা। জানা যায় এদিন কাজিগ্রাম অঞ্চলের প্রায় ৫০০ জনের হাতে মৎস্য জীবি পরিচয় পত্র তুলে দেওয়া হয়। এই বিষয়ে ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান,এই পরিচয় পত্রের ফলে মৎস্যজীবীরা সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। কোন দুর্ঘটনায় মৎস্যজীবীরা মারা গেলে ক্ষতিপূরণ হিসাবে তার পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। তার পাশাপাশি মৎস্যজীবীদের মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং সরকারি সুযোগ সুবিধা পাবেন এই পরিচয় পত্র থাকলে।
Home রাজ্য উত্তর বাংলা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ইংরেজ বাজার ব্লক প্রশাসনের সহযোগিতায়...