পিসির নিজের ভাইপোকেই বাঁচাতে পারছে না, সৎ ভাই তোকে কিভাবে বাঁচাবেন, অখিলেশ যাদবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে শালবনী থেকে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।

0
346

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এর আগে উনি এক পিসির হাত ধরেছিলেন, উত্তরপ্রদেশের গোয়ার হাত ধরেছিলেন, ওনার নৌকা ডুবেছে, হাতির হাত ধরে সাইকেল পাম্পচার হয়ে গেছে, এবার আরেকজন পিসির হাত ধরেছেন, পিসি নিজের ভাইপোকেই বাঁচাতে পারছেন না, এই জেলে ঢুকলো এই জেলে ঢুকলো,অন্য সত ভাইপো কে কিভাবে বাঁচাবেন, রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কেউদী জামবনী এলাকায় দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশ যাদবের জোট প্রসঙ্গ নিয়ে এমনটাই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই দিন এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র, যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক সহ একাধিক বিজেপির নেতাকর্মীরা, পাশাপাশি অখিলেশ যাদব মন্তব্য করেছিলেন বিজেপি ওয়াশিং মেশিন, ওখানে নাকি ঢুকলে নাকি সবাই ফ্রেশ হয়ে যায়, সেই প্রসঙ্গ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন আমরা ওয়াশিং মেশিন কিনা জানিনা কিন্তু আমাদের উচ্চ নেতৃত্ব স্বচ্ছতার পরিচয় দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর হওয়ার পরেও অটোতে করে ভোট দিতে যান, আর অখিলেশ যাদবের বাবা প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন, এখন কত কোটি টাকার মালিক বিবেচনা করলেই বোঝা যাবে, অন্যদিকে সমাজবাদী পার্টি একা লড়ার চিন্তাভাবনা প্রসঙ্গ টেনে তিনি বলেন ওরা একালুরক,সঙ্গ নিয়ে লরুক, বিজেপি জিতছে।