দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার দুপুরে বালুরঘাট রেল স্টেশনে এসে বালুরঘাটের পিট লাইন সিক লাইন এর কাজ কেমন চলছে তা পরিদর্শন করলেন NFR এর DRM শুভেন্দু কুমার চৌধুরী। এদিন DRM এর সাথে রেলের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরাও ছিলেন। আগামী মে মাসের মধ্যেই এই পিট লাইন সিট লাইনের কাজ সম্পন্ন হবে বলে DRM আশা প্রকাশ করেন। আগামী কিছুদিনের মধ্যেই বালুরঘাট একলাখী রেল ইলেক্ট্রিফিকেশন এর কাজ সম্পন্ন হবে বলে জানান। পাশাপাশি হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের মধ্য দিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই এই প্রকল্পের কাজে শুরু হয়ে যাওয়ার আশা প্রকাশ করেন DRM। যদিও PWD এর কাজের ধীরগতির জন্য প্রকল্পের জমি অধিগ্রহণ দেরি হচ্ছে বলে মত প্রকাশ করেন রেলের আধিকারিকরা। অতি দ্রুত এই জমি অধিগ্রহণ করে এই প্রকল্পের কাজ শুরু করে দিতে চায় রেল। এই বিষয়ে তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে মিলিয়ে এই প্রকল্পটি দ্রুত গতিতে সম্পন্ন করতে চাইলে বলে আধিকারিকরা জানিয়েছেন।