বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে -কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।

0
178

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে -কে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন কোচবিহার ১ নং ব্লকের ঘুঘুমারি পালপাড়া এলাকায় ১৬৯ নম্বর বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে সেখান থেকে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বেরিয়ে আসে।

জানা গেছে,ঘুঘুমারি পালপাড়া এলাকায় ১৬৯ নম্বর বুথে বিজেপি কর্মী রতন পালের বাড়িতে ‘বুথ সশক্তিকরণ’ কর্মসূচিতে যোগ দেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে। সেই সময় এলাকার তৃণমূল নেতা-কর্মী সমর্থকরা ওই বিজেপি কর্মীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু তারপরও এলাকা ছাড়েননি তৃণমূল কর্মী সমর্থকরা। বিধায়ক কর্মসূচি সেরে ফিরে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাঁকে কালো পতাকা দেখায়।

এদিন এবিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, আজ আমরা ঘুঘুমারি পালপাড়া এলাকায় ১৬৯ নম্বর বুথে বিজেপি কর্মী রতন পালের বাড়িতে ‘বুথ সশক্তিকরণ’ কর্মসূচীতে অংশ গ্রহণ করি। সেখানে মিটিং চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বাড়ির সামনে এসে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি পুলিশকে জানিয়ে দেই। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে আমরা সেখানকার মিটিং শেষ করার পর ফিরে আসি। তৃণমূলের পায়ের তোলার মাটি সরে গেছে তাই তারা মাটি আকড়ে বাঁচতে চাইছে এভাবেই।