মা ক্যান্টিনে ভিক্ষুকদের অন্ন সেবা করালো পৌরসভা।

0
177

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ভিক্ষুকরা বাড়ি বা বাজারে এলে আমরা সাধারণত চাল বা টাকা দিয়ে থাকি। এমনকী কেউ কেউ আবার দুপুরের আহারও দিয়ে থাকেন। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে দুবরাজপুর বাজারে আসা দূর দূরান্তের দুই শতাধিক ভিক্ষুককে মা ক্যান্টিনে অন্ন সেবা করানো হয়। আজকের মেনুতে ছিল পোলাও, মিক্সভেজ, আলুর দম, মিষ্টি এবং দই। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় বিগত দু’বছর ধরে মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে প্রতিদিন গরীব ও দুঃস্থ মানুষদের ভাত, ডাল, সব্জি ও একটি করে ডিম দেওয়া হয়। কিন্তু আজ রবিবার বলে ভিক্ষুকদের বিনা পয়সায় অন্ন সেবা করানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুণ্ডু, সুভাষ মেটে, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, আমাদের এখানে মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে প্রতিদিন শতাধিক মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। কিন্তু আজ বিশেষ করে দুবরাজপুরের পথ চলতি ভিক্ষুকদের সমবেত করে আজ তাঁদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আজ রবিবারের দিনে দুবরাজপুর বাজারে গ্রামের দিক থেকে বহু ভিক্ষুক ভিক্ষা করতে আসেন। তাই গত রবিবার প্রত্যেক ভিক্ষুককে আমরা আজকের দিনে খাবারের আমন্ত্রন জানিয়েছিলাম। তাই তাঁরা এসেছেন। আগামী দিনে আমরা তাঁদের হাতে বস্ত্রও তুলে দেব।