পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি আন্ডারপাস তৈরি করতে হবে nh2 এর উপর। কারণ nh2 পেরতে সমস্যার সম্মুখীন হন স্থানীয় মানুষজন। প্রায়শই ঘটে দুর্ঘটনা। আজ সেই এলাকাবাসীর দাবি মেনে যাতে তেজগঞ্জ এলাকায় আন্ডারপাস তৈরি করা যায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফিসারদের নিয়ে পরিদর্শনে এলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। দীর্ঘক্ষণ তিনি কথা বলে স্থানীয় মানুষের সাথে। সাংসদ আসার পরই এলাকাবাসী তাদের দাবি নিয়ে হাজির হয় তার কাছে। এলাকাবাসী সাংসদকে কাছে পেয়ে তাদের বিভিন্ন রকম সমস্যা কথা তুলে ধরেন। ক্যামেরার মুখোমুখি হয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, এলাকাবাসী তাদের দাবি আমাকে জানিয়েছিলেন। আমি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ীকে লিখিতভাবে এলাকাবাসীর দাবী জানাই। তার নির্দেশে একটি টিম আসেও এলাকা পরিদর্শন করতে। তারপর হঠাৎ করে কি হলো এখানে একটা আন্ডার পাশের দাবি ছিল সেটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হল। আমি এলাকাবাসীকে আশ্বস্ত করেছি যেখানে একটি আন্ডার পাস তৈরি করা হবে। স্থানীয় এলাকাবাসী নিপেন ভৌমিক বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্ডার পাসের দাবি করছিলাম। আমাদের দাবি মেনে সাংসদ এস এস আলুওয়ালিয়া আজ পরিদর্শনে এসেছেন। আমরা এলাকাবাসীর আমাদের সমস্যার কথা তার কাছে তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যেখানে একটি আন্ডার পাস তৈরি করা হবে।