নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগে আরও জোর দিল তৃণমূল। দিদির সুরক্ষা কবচ, দিদির দূত-এর পাশাপাশি এবার ‘অঞ্চলে একদিন’ কর্মসূচি শুরু হল। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ‘অঞ্চলে একদিন’ কর্মসূচিতে শামিল হলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার। এদিন সকালে ক্ষীরেরকোট এলাকার এক মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র রায়, ছিলেন তৃণমূল নেতা সমরেশ পাল, দেবজিৎ পাল, নির্ঝর দত্ত প্রমুখ।এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার সাধারণ মানুষের অভাব অভিযোগ গুলি শুনেন পাশাপাশি ডালিমপুর হেমন্তময়ী এস সি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে ‘অঞ্চলে একদিন’ কর্মসূচিতে শামিল...