জলের পাইপে লিক, ঢালায়ের গা বেয়ে ঝড়নার মতো পড়েছে জল, হুঁস নেই P. H. E দপ্তরের কর্তা ব্যক্তিদের।

0
151

আবদুল হাই, বাঁকুড়াঃ পানীয় জলের কষ্টে প্রতি বছর বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার মানুষদের নাভিঃশ্বাস ওঠে যদিও পশ্চিমবঙ্গ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সমস্যার সমাধান অনেকটাই হয়েছে কিন্তু কখনো কখনো পিএইচই দপ্তরের উদাসীনতার জন্য প্রতিদিন জল অপচয় হচ্ছে যথেষ্ট হারে আর সেই চিত্র উঠে এল আমাদের সাংবাদিকের ক্যামেরায়।
ইন্দাস ব্লকের জিনকড়া সংলগ্ন এলাকার দেবখালের উপর দীর্ঘ দিন পাইপ লাইন লিকেজের কারণে হু হু করে জল পরছে।
ঢালায়ের গা বেয়ে সেই জল পরার দৃশ্য ঝর্ণার জল পড়ার দৃশ্যের কথা মনে পড়ে করিয়ে দেয় নাগরিকদের।
এই একই কারণে পাহাড়পুর গ্ৰামে পানীয় জল অপচয় হয়ে এক মাসের উপর আর সেই জল রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে ।রাস্তার উপর জল জমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাট।
সাধারণ মানুষ স্বাভাবিক কারণেই আঙুল তুলবে সরকারের দিকে কিন্তু সরকারের তো আর হাত পা নেই, সরকার বিভিন্ন দপ্তর কে দিয়েই কার্য পরিচালনা করে থাকেন আর সেই কাজ যদি সেই দপ্তর সঠিক ভাবে না করে তার জন্য সরকারের বদনাম হয়।
এসব জেনে বুঝেও পি এইচ ই দপ্তরের কর্তা ব্যক্তিদের টনক নড়েনি, তাদের গাছাড়া মনোভাবের কারণে মেরামতির কাজ ঠিক কবে হবে সেই সম্পর্কে কোন ধারনাই নেই সাধারণ মানুষের।