ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশে সপ্তাহের প্রতি মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

0
1386

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশে সপ্তাহের প্রতি মঙ্গলবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। জানা গিয়েছে, সপ্তাহের ওই বিশেষ দিনে বক্সায় জিপসি সাফারিও বন্ধ থাকবে। আগামী ১ এপ্রিল থেকে নতুন এই নির্দেশিকা বলবৎ করা হচ্ছে। সপ্তাহের একটা দিন মানুষের কোলাহল থেকে বন্যপ্রাণীদের নিজেদের মতো করে থাকার জন্যই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।এবিষয়ে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন জানান, “সপ্তাহে একদিন বক্সা জঙ্গলে পর্যটকদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।এমনকি সেদিন সাফারি থেকে শুরু সব কিছু বন্ধ।শুধুমাত্র বক্সা এলাকার যারা বাসিন্দা তারা ভিতরে থাকতে পারবে।”