দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আর দু’একদিন পরই ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস শুরু হচ্ছে। তাই এবার রমজান মাস শুরু হোক রক্তদান শিবিরের মাধ্যমে। আজ এই অঙ্গীকার নিয়ে বীরভূম জেলার দুবরাজপুরের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা তাদের সংস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইসলামপুরের থ্রী স্টার ক্লাবের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করে থ্রী স্টার ক্লাব অঙ্গনে। এদিন এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট ৫০ জন রক্তদান করেন। এই শিবিরে আসা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন দুবরাজপুর পৌরসভার উপ পৌর প্রধান তথা থ্রী স্টার ক্লাবের সভাপতি মির্জা সৌকত আলী, কোষাধ্যক্ষ সেখ হান্নান সহ অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, জেলার হাসপাতাল গুলোতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। এমনকী গ্রীষ্মকালে রক্ত সংকটে ভোগেন রোগীরা। তাই রক্তের সঙ্কট মেটাতে উদ্যোক্তাদের এই উদ্যোগ বলে জানা যায়।