নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুরসভায় কর্মী নিয়োগ পরীক্ষা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে দিয়ে করানো প্রসঙ্গে, তৎকালীন রানাঘাট পুরসভার চেয়ারম্যান পার্থ সারথি চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক বললেন, অনেক দিনের ব্যাপার, এখন মনে নেই। তবে আমরা যেটা করেছি সেটা দু-দফায় সরকারি গাইডলাইন যা ছিল সেভাবেই করা হয়েছিল। থার্ড পার্টি নিয়োগ করেই করা হয়েছে। সবটাই নিয়ম মেনে। সেখানে ডিএম-এর প্রতিনিধি, এসডিও-র প্রতিনিধি, আরটিও-র প্রতিনিধি সহ পৌরসভা থেকে রিক্রুটমেন্ট কমিটি গঠন করা হয়েছিল কাউন্সিলরদের নিয়ে, বর্তমান চেয়ারম্যানও ছিলেন। সেই কমিটিতে সব মিলিয়ে সরকারি গাইডলাইন মেনেই নিয়োগ হয়েছিল। আমাদের পৌরসভাতে কোনও দুর্নীতি করতে দিইনি এবং হয়নি। তবে কোথায় কি হয়েছে জানিনা। কার কাছ থেকে কি টাকা নিয়েছে- রানাঘাট পুরসভার ক্ষেত্রে এরকম দুর্নীতি কিছু আমার অন্তত জানা নেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা রানাঘাট পুরসভায় কর্মী নিয়োগ পরীক্ষা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে দিয়ে করানো...