চাঁদুড়িয়া মুক্তকেশী মহাশ্মশানের চৈত্র মাসে শ্মশান কালীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হচ্ছে মহসমারহে।

0
321

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অতি প্রাচীন চাঁদুড়িয়া এক নম্বর জিপির ২২ নম্বর ওয়ার্ডের চাঁদুড়িয়া মুক্তকেশী মহাশ্মশানের চৈত্র মাসে শ্মশান কালীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হচ্ছে মহসমারহে।এক পাশে মৃত দেহ কাজ সমাপ্ত হলো অন‍্য দিকে মায়ের পূজা শুরু।বহু মানুষের সমাগম হয় বিশেষ করে মহিলাদের ভির ছিল দেখবার মতোন।চারদিকে অল্প শব্দের মায়ের গান তারমধ‍্যে অন্ধকার চিরে আলোর রশ্মি এক অদ্ভূত দৃশ‍্য মানুষ দেখলো।কথিত আছে এই মহাশ্মশানে বহু দূর দূরান্ত থেকে মৃত দেহ সৎকার করতে নিয়ে আসতো তাদের আত্মীয় স্বজনেরা।সেই সময় গঙ্গা কুলকুল করে বইতো চাঁদুড়ের ঘাটে। এখন গঙ্গা দূরে সরে গেছে চাঁদুড়িয়া শ্মশান ঘাটে সানবাঁধানো ঘাট হয়েছে।রয়েছে দাহ করতে আসা মানুষদের বিশ্রামাগারে।