ছাত্র ছাত্রী ও দুঃস্থ মানুষজনদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনা মূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান।

0
181

নিজস্ব সংবাদদাতা, মালদা:—জেলা পুলিশের উদ্যোগে বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায়, তিতিপুরে অনুষ্ঠিত হলো ছাত্র ছাত্রী ও দুঃস্থ মানুষজনদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনা মূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বামনগোলার বিএমওএইচ সুদীপ কুন্ডু, বামনগোলার বিডিও রাজু কুন্ডু,বামনগোলা থানার আইসি জয়দীপ চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিরিন আকতার বানু এবং মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন সকাল থেকে এই স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান শুরু হয় বিভিন্ন এলাকা থেকে এই শিবিরে মানুষ ভিড় জমাই তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে আসে এই স্বাস্থ্য পরীক্ষা প্রশাসনের উদ্যোগ দেখে খুশি এলাকার মানুষ।