পথশ্রীর ট্যাবল উদ্বোধনের জেলাশাসক প্রিয়াংকা সিংলা।

0
125

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন পথশ্রী প্রকল্পের কথা। যার মাধ্যমে রাজ্যের বারো হাজার কিলোমিটার রাস্তার নির্মাণ, পুননির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে। সেই পথশ্রী প্রকল্পের প্রচারের জন্য আজ সুদৃশ্য টাবল উদ্বোধন করলেন জেলাশাসক প্রিয়াংকা সিংলা। সেদিন ট্যাবলো উদ্বোধনে ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, আমাদের এই সুদৃশ্য ট্যাবলো বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকায় যাবে পাশাপাশি জেলার কিছু কিছু ব্লকে ঘুরবে এই ট্যাবলো। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে নতুন রাস্তা উদ্বোধন হবে তারই প্রচার করবে এই ট্যাবল। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হবে তারই প্রচার ট্যাবল আজ জেলা থেকে উদ্বোধন করা হলো। বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকা সহ বিভিন্ন সাব ডিভিশনেও ঘুরবে এবং জনবহুল এলাকায় মানুষের কাছে প্রচার করবে এই ট্যাবল।