বর্ধমান বনদপ্তরের বড়সড় সাফল্য, উদ্ধার ৩৮টি টিয়া পাখির বাচ্চা।

0
151

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সরকারের তরফ থেকে বারবার প্রচার করা হচ্ছে টিয়া পাখি ধরা পোষায় এবং বিক্রি করা দন্ডনীয় অপরাধ। কিন্তু তা তেও হুশ ফিরছে না কিছু সংখ্যক মানুষের। আবারো বর্ধমান শহরে তিন কনিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে বনদপ্তরের তৎপরতায় উদ্ধার হল ৩৮ টি টিয়া পাখির বাচ্চা। আগেই খবর পেয়ে জাল বিছিয়ে রেখেছিল বনদপ্তর। পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে ৩৮টি টিয়া পাখির বাচ্চা এবং গ্রেপ্তার করা হয় একজনকে। ডি এফ ও নিশা গোস্বামী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে বাসে করে এই টিয়া পাখি গুলিকে নিয়ে যাওয়া হবে। সকাল বেলায় আমাদের বনদপ্তরের তরফ থেকে একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয় ৩৮ টিয়া পাখির বাচ্চা। যাকে গ্রেফতার করা হয়েছে তাকে আজ কোর্টে প্রডিউস করা হবে তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বনদপ্তরের তরফে গ্রেফতার হওয়া শেখ ইসরাইল বলে, পাখিগুলো আমার নয়। লাল বাবু বলে একজন ছিল তারই পাখিগুলো সে পালিয়ে গেছে। আমি খাঁচায় করে বদ্রি পাখি নিয়ে যাচ্ছিলাম এবং আমার কাছে পাখির খাবার ছিল কিছু। টিয়া পাখিগুলোর মধ্যে একটাও আমার নয়।