পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গতকাল পূর্ব মেদিনীপুর জেলার মাজনা নবারুণ সংঘের পরিচালনায় আয়োজিত হলো ছিন্নমস্তা মায়ের পূজার্চনা ও ৭২ ঘন্টা ব্যাপি তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসবের আয়োজন করা হয় ক্লাব সংগঠনের পক্ষ থেকে, সোমবার সন্ধ্যের পর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। পুজোর পাশাপাশি মণ্ডপ একেবারে আলোর রোশনাইতে সাজিয়ে তুলেছে ক্লাব সংগঠনের সদস্যরা, এই পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে, জানা গিয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও জাঁকজমক ভাবেই আয়োজিত করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের
মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিশেষ বার্তা দেন। এছাড়া এই ক্লাব বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত রয়েছে, এবং সমাজে মানুষের মধ্যে ঐক্যবন্ধন ঘটাতেই অঙ্গীকারবদ্ধ আমরা। এমনই বার্তা দেন ক্লাবের কর্মকর্তারা।
ধর্ম যার উৎসব সবার , ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মেরই মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে আসেন।
এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানা
এগরার বিধায়ক তরুণ মাইতি, তন্ময় ঘোষ, জোতির্ময় কর প্রমুখ।
Home রাজ্য দক্ষিণ বাংলা মাজনা নবারুণ সংঘের আয়োজিত ছিন্নমস্তা মায়ের পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী অখিল গিরি।