যাত্রী বোঝাই বাসের পেছনে সজরে লরি ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাঁচল বাসে থাকা যাত্রীরা।

0
178

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, যাত্রী বোঝাই বাসের পেছনে সজোড়ে লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণে বাজলো বাসে থাকা যাত্রীরা। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা যায় কলকাতা টু শিলিগুড়িগামী বাসটি যাওয়ার সময় দুটি লরি একে অপরকে টেক্কা দিয়ে চালাচ্ছিল, তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজরে ধাক্কা মারে। বাসটির পিছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায় বাসের বেশ কিছু অংশ। যদিও বাসের মধ্যে ছিল প্রচুর সংখ্যক যাত্রী তবে দুর্ঘটনা হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যাই যাত্রীরা। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ খবর দেওয়া হয় পুলিশকে, সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনার ঘটনা জানার চেষ্টা করে। তবে ঘাতক লরি চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যদিও ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন ধরে যেমন কাজ চলছে তেমনি পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। স্থানীয়দের দাবি, যতদিন না পর্যন্ত সম্পূর্ণ রাস্তার কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত দুর্ঘটনা এড়াতে প্রশাসনের কড়া নজর রাখা উচিত, না হলে যতদিন যাবে ততই বাড়বে দুর্ঘটনা।