আগামী তিন চার মাসের মধ্যেই তপনে জল প্রকল্পের উদ্বোধন হবে বলে মন্ত্রী বিপ্লব মিত্র বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান।

0
148

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিবছর গরম পড়লেই তপন ব্লকে শুরু হয় জলের হাহাকার। আর সেই জলের সমস্যা মেটাতেই উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। আগামী তিন চার মাসের মধ্যেই তপনে জল প্রকল্পের উদ্বোধন হবে বলে মন্ত্রী বিপ্লব মিত্র বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। যদিও এলাকাবাসীর বক্তব্য প্রতিবছরের মতই গরম পড়তেই তপন ব্লক জুড়ে জলের সমস্যা দেখা দিয়েছে। অনেকেই প্রায় এক দেড় কিলোমিটার পাড়ি দিয়ে জল আনতে হচ্ছে। এর মাঝেই মন্ত্রীর এই ঘোষণা আশার আলো দেখা দিয়েছে দোস্ত দক্ষিণ দিনাজপুর জেলা তখন ব্লক জুড়ে। ইতিমধ্যেই তপন ব্লকে বিভিন্ন এলাকায় জলের রিজার্ভার তৈরি হয়ে গেছে আর সামান্য কিছু কাজকর্ম সম্পন্ন করবার পর তপন ব্লকের গ্রামে গ্রামে পৌঁছে যাবে শুদ্ধ পানীয় জল। সমস্যা মিটবে প্রায় লক্ষাধিক মানুষের। এই জল সমস্যা কবে মেটে এখন সেটাই দেখার।