উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার শতাধিক পাম্প অপারেটররা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে পি এইচ ই দফতরে বিক্ষোভ অবস্থান শুরু করেছে।

0
329

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পি এইচ ই পাম্প অপারেটররা গত তিন মাস থেকে বেতন পাচ্ছেন না। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার শতাধিক পাম্প অপারেটররা বৃহস্পতিবার আলিপুরদুয়ারে পি এইচ ই দফতরে বিক্ষোভ অবস্থান শুরু করেছে। অবিলম্বে বেতন না মেটালে লাগাতার কর্মবিরতি আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন পাম্প অপারেটররা। জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে এই সব পাম্প অপারেটররা নিয়োগ হয়েছেন। গ্রামেগঞ্জে এই সব পাম্প থেকেই পানীয় জল পান মানুষেরা। ঠিকাদার সংস্থ্যা এদের বেতন আটকে দিয়েছে। বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করলেন পাম্প অপারেটররা।